ব্রিটেনে খোঁজ পাওয়া সাধারণ করোনাভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে করোনাভাইরাস প্রজাতির চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক ভাইরাস প্রজাতির সন্ধান মিলল দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতিরিক্ত সংক্রামক প্রজাতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। তাঁর দাবি, সম্প্রতি আবিষ্কৃত এই করোনাভাইরাস প্রজাতি অভিযোজনের কারণে ব্রিটেনের প্রজাতির চেয়ে অনেক গুণ বেশি ছোঁয়াচে এবং সক্রিয়। হ্যানকক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার এই করোনাভাইরাস প্রজাতি অস্বাভাবিক দ্রুত গতিতে ছড়াচ্ছে।ব্রিটেনে এই ভাইরাসে সংক্রমিত দুই ব্যক্তি এবং তাঁদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাতায়াতের সব রকম সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। গত ১৫ দিনে যাঁরা যাঁরা দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন, এবং তাঁদের সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ব্রিটিশ প্রশাসন।