শনিবার বিকেলে দিল্লির ভজনপুরা অঞ্চলে আচমকা বাড়ি ভেঙে পড়ে তিন কিশোর-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। নির্মীয়মান বাড়ি। ঘটনায় অন্তত ১৩ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এখনও নিখোঁজ তিন ছাত্র।নিহত ৪ ছাত্রের বয়স ১০-১৫ বছরের মধ্য়ে, জানিয়েছে দমকল।তাদের সঙ্গেই মারা গিয়েছেন কোচিং সেন্টারের এক শিক্ষক। এ ছাড়া আরও ৮ জন ঘটনায় জখম হয়েছেন, জানিয়েছেন দিল্লি উত্তর পূর্বের ডিসিপি বেদ প্রকাশ সূর্য।জানা গিয়েছে, নির্মাণকাজ চালু অবস্থায় বাড়িটিতে একটি কোচিং সেন্টারও চলে। এ দিন বিকেল ৪.৩০ মিনিট নাগাদ এক ফোনকলের মাধ্যমে দুর্ঘটনার কথা জানতে পারে দমকল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় হবাহিনীর সাতটি ইঞ্জিন।দুর্ঘটনার পরে সেখানকার তিন ছাত্রের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দিল্লি অগ্নিনির্বাপন সংস্থার প্রধান অতুল গর্গ।এখনও উদ্ধারকাজ চলছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।Five, including 4 students died in a building collapse in Delhi’s Bhajanpura area, Delhi Fire Service said on Saturday.Four students aged 10-15 years and one tutor died in the incident, while eight others are injured, said DCP northeast Ved Paraksh Surya.Earlier, thirteen people were shifted to a hospital when a building collapsed. An under-construction coaching centre was being run in the building.