প্রতিদিন লাফিয়ে বাড়ছে সোনার দাম। শুক্রবার সকালে ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৩৫,৯৭০ টাকায়। পাশাপাশি, ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ৩৭,৭৫০ টাকায়।এ দিন কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে:১ গ্রাম- ৩,৫৯৭ টাকা৮ গ্রাম- ২৮,৭৭৬ টাকা১০ গ্রাম- ৩৫,৯৭০ টাকা১০০ গ্রাম- ৩,৫৯,৭০০ টাকা।এ দিন কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে:১ গ্রাম- ৩,৭৭৫ টাকা৮ গ্রাম- ৩০,২০০ টাকা১০ গ্রাম- ৩৭,৭৫০ টাকা১০০ গ্রাম- ৩,৭৭,৫০০ টাকা।এদিকে, নিয়মিত সোনার দাম চড়ার জেরে ঘাম ছুটেছে শুল্ক দফতরের আধিকারিকদের। আমদানি শুল্ক বাড়ার পরে উল্লেখযোগ্য হারে বেড়েছে অবৈধ সোনা পাচারের হার। গত জুলাই মাস থেকে লাগাতার পাচারের দায়ে গ্রেফতার হওয়ার ঘটনা বেড়ে চলেছে। মালপত্র, পোশাক, এমনকি মলদ্বারেও সোনা বয়ে নিয়ে ভারতে প্রবেশের পথে আটক হয়েছে অসংখ্য পাচারকারী।আমেরিকা-চিন বাণিজ্য দ্বৈরথ এবং এ দেশে আমদানি শুল্কের হার একলাফে অনেকটা বাড়ার ফলে গত সেপ্টেম্বর মাসে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় রেকর্ড সৃষ্টিকারী ৩৯,৮৮৫ টাকায়। বর্তমানে দাম কিছু কমার পরেও তা গত বছরের তুলনায় ২০% পর্যন্ত বেশি যাচ্ছে।বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যে, চলতি বছরে অবৈধ পাচার সূত্রে সোনা আমদানির হার ৩০% থেকে ৪০% বাড়তে পারে। এই হার ২০২০ সালে আরও বাড়তে পারে বলে মনে করেন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কন্ট্রোল বিভাগের চেয়ারম্যান এন. অনন্ত পদ্মনাভন।জানি গিয়েছে, অবৈধ সোনা পাচার চলেছে চিন, তাইওয়ান ও হংকং থেকে। অপরাধের গতিবিধি পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে, অনলাইন লেনদেন ও ক্যুরিয়রের মাধ্যমেই ভারতে বেআইনি সোনা আমদানি করা হচ্ছে। পাশাপাশি, মানব বাহকদের মাধ্যমে নেপাল, ভুটান, মায়ানমার, চিন ও বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে সোনার বাঁট।