৫০ বা ৬০ নয়, আগামী দিনে ১০ গ্রাম সোনা কিনতে দাম দিতে হতে পারে ৮০,০০০ টাকা। এমনই মনে করছেন ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ-এর বিশেষজ্ঞরা। চাহিদার 🎉গুণেই অক্ষয় তৃতীয়ায় চাঙ্গা হল সোনার বাজার।
বিশেষজ্ঞদের দাবি, ২০২১ সালের শেষে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স (২৮.৩৪ গ্রাম) সোনার দাম দাঁড়াবে ৩,০০০ ডলার। চলতি ডলার দরে ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ দাঁড়ায় ২,২৮,৮৫৫ টাকা। অর্থাৎ এক গ্র🌟াম সোনার দাম পড়তে চলেছে ৮,০৭৫ টাকা।
আসলে বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপে শেয়ার বাজার ও বন্ডের দাম উল্লেখযোগ্য হারে পড়ছে। পরিস্থিত🧸ি বিচার করে লগ্নিকারীরা এখন সোনায় বিনিয়োগ বৃদ্ধির দিকে ঝুঁকেছেন।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন কখন? জানুন শুভলগ্ন ও বিনিয়োগ 𓆏পদ্🐠ধতি
শীয় বাজারে চাহিদা বাড়ার ফলে সোনার দামও চাঙ্গা রয়েছে। গত শুক্রবার তার জের💦ে প্রতি ১০ গ্রাম সোনার দাম একধাক্কায় ৩১৫ টাকা বেড়ে ৪৬,৭৪২ টাকায় পৌঁছয়।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই হার ধরে রাখতে পারলে আগামী দেড়🐠 বছরে ভারতে সোনার দাম ৭৫% বাড়তে চলেছে।
আন্💃তর্জাতিক বাজারে সোনꦓার দাম প্রতি আউন্সে যাচ্ছে ১,৭৫০ ডলার।