বুধবারের পরে বৃহস্পতিবারও দাম পড় সোনার। এ দিন এমসিএক্স সূচকে ০.০৫% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,৩১৬ টাকা। গতকাল এই দাম একধাক্কায় ২৫০ টাকা কমেছিল।পাশাপাশি, বুধবার দিনের শেষে রুপোর দাম কিছু উঠলেও এ দিন সূচকে ০.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৮,১৯৪ টাকা।আন্তর্জাতিক বাজারে এ দিন গত কয়েক দিনের ধারা মেনেই সোনার দামে ওঠাপড়া বিশেষ দেখা যায়নি। এ দিন স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭২৬.৬৯ ডলার। রুপোর দর ০.৮% পড়ার জেরে প্রতি আউন্স যাচ্ছে ১৭.৪৫ ডলার। বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটে বিনিয়োগে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমেছে। যার ফলে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় লগ্নির হার বাড়ছে। তবে মার্কিন ডলারের দাম চড়া থাকায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে দুর্মুল্যই রয়ে যাচ্ছে সোনা। জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর পণ্য গবেষণা বিভাগের প্রধান হরিশ ভি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ভৌগোলিক রাজনৈতিক সমস্যা এবং করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফা শুরু হওয়ার প্রভাবে সোনায় বিনিয়োগের ঝোঁক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বিশ্বের প্রধান অর্থনীতিগুলিতে সংস্কারমূলক পদক্ষেপের আশায় অত্যধিক নিম্নগামী গতি থেকে আড়াল করছে সোনার দাম।’