স্নাতক পাশ করলেই ক☂মপক্ষে মাসিক১৯,৫৭২ টাকা বেতন মিলবে। একইভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মীদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Dearness Allowance Under 7th Pay Commission- বর্ধিত DA দেবে না কেন্দ্র, 🉐মিলবে না এর🐟িয়ারও
চলতি বছর ফেব্রুয়ারিতে দিল্লি সরকারকে ২০১৭ সালের ৩ মার্চ তারিখের বিজ্ঞপ্তি কার্যকর করতে নির্দেশ দেয় সুপ🥂্রিম কোর্ট। বিজ্ঞপ্তিতে নথিভুক্ত চাকরির ক্ষেত্রে যোগ্য অনুযায়ী কর্মীদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী স্নাতক ডিগ্রি থাকা কর্মীরা ন্যূনতম ১৯,৫৭২ ট💧াকা বেতন পাবেন। আর দিল্লি সরকারকে সেই বিজ্ঞপ্তি কার্যকরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন :New T💃ax Rate vs Old Tax Rate- স্বনিযু🔴ক্তদের উপার্জনের ওপর কোন নিয়মে TDS কাটবে?
বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্লার্ক, সুপারভ꧙াইজারের মতো কর্মীদের যে বেতন কাঠামꦍো নির্ধারিত হয়েছিল, তা হল -
ম্যাট্র🌸িকুলেশ🥂ন পাশ না করা কর্মী - মাসিক ১৬,৩৪১ টাকা।
ম্যাট্রিক পাশ, কিন্তু স্নাতক - মাসিক ১৭,৯৯১ টাকা।
স্নাতক বা তার উপর - মাসিক ১৯,৫৭২ টাকা।
আরও পড়ুন : ITR form revised- করোনার জেরে👍 পিছিয়েছে সময়সীমা, নয়া আই🔜টিআর ফর্ম দেবে CBDT
একইভাবে দক্ষতার ভিত্তিতেও কর্মীদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, অদক্ষ কর্মী꧑রা মাসিক ১৪,৮৪২ টাকা বেতন পাবেন। কিছুটা বা আংশিক দক্ষ কর্মীরা বেতন হিসেবে মাসিক ১৬,৩৪১ টাকা পাবেন। দক্ষ কর্মীদের ক্ষেত্রে সেই ন্যূনতম বেতনের অঙ্ক হবে মাসিক ১৭,৯৯১ 💙টাকা।
আরও পড়ুন : Covid-19: ব্র😼িটেন🉐ে আজ থেকে মানুষের ওপর ক্লিনিকাল ট্রায়াল শুরু হল সম্ভাব্য করোনা টিকার