Graduation Job Salary: স্নাতক হলেই ন্যূনতম মাসিক বেতন ১৯৫৭২ টাকা!
1 মিনিটে পড়ুন Updated: 23 Apr 2020, 03:26 PM ISTশিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 🐼বেতন কাঠামো বেঁধে দেওয়া♌ হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 🐼বেতন কাঠামো বেঁধে দেওয়া♌ হয়েছে।
স্নাতক পাশ করলেই কমপক্ষে মাসিক১৯,৫৭২ টাকা বেতন মিলবে। একইভাবে শিক্ষাগত⛄ যোগ্যতার ভিত্তিতে কর্মীদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়ে🌟ছে।
আরও পড়ুন : Dearness Allowance✨ Und💯er 7th Pay Commission- বর্ধিত DA দেবে না কেন্দ্র, মিলবে না এরিয়ারও
চলতি বছর ফেব্রুয়ারিতে দিল্লি সরকারকে ২০১৭ সালের ৩ মার্চ তারিখের বিজ্ঞপ্তি কার্যকর করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিজ্ঞপ্তিতে নথিভুক্ত চাকরির ক্ষেত্রে যোগ্য অনুযায়ী কর্মীদের ন্যূন♔তম বেতন বেঁধে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী স্নাতক ডিগ্রি থাকা কর্মীরা 🥀ন্যূনতম ১৯,৫৭২ টাকা বেতন পাবেন। আর দিল্লি সরকারকে সেই বিজ্ঞপ্তি কার্যকরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন :New 🔯Tax Rate vs Old Tax Rate- স্বনিযুক্তদের উপার্জনের ওপর কোন নিয়মে TDS কাটবে?
বিজ্ঞপဣ্তিতে♍ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্লার্ক, সুপারভাইজারের মতো কর্মীদের যে বেতন কাঠামো নির্ধারিত হয়েছিল, তা হল -
ম্যাট্রিকুলেশন পাশ না করা কর্মী -🐟 মাসিক ১৬,৩৪১ টাকা।
ম্যাট্রিক ♏পাশ, কিন্তু স্নাতক - মাসিক ১৭,৯৯১ টাকা।
স্নাতক বা তার উপর - মাসিক ১৯,৫৭২ টাকা।
আরও পড়ুন : ITR form revised- করোনার জেরে পিছিয়েছে সমꦕয়সীমা, নয়া 🍸আইটিআর ফর্ম দেবে CBDT
একইভাবে দক্ষতার ভিত্তিতেও কর্মীদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, অদক্ষ কর্মীরা মাসিক ১৪,৮৪২ টাকা বেতন পা🦹বেন। কিছুটা বা আংশিক দক্ষ কর্মীরা বেতন হিসেবে মাসিক ১৬,৩৪১ টাকা পাবেন। দক্ষ🅺 কর্মীদের ক্ষেত্রে সেই ন্যূনতম বেতনের অঙ্ক হবে মাসিক ১৭,৯৯১ টাকা।
আরও পড়ুন : Covid-19: ব্রিট💫েনে আজ থেকে মানুষের ওপর ক্লিনিকাল ট্রায়াল শুরু হল সম্ভাব্য ক൲রোনা টিকার