করোনাভাইরাস সংক্রমণের পরে ‘সুস্থ’ হয়ে ওঠা এক ইতালীয় পর𓆏্যটকের মৃত্যু হল জয়পুরে। শুক্রবার এই খবর পিটিআই-ক𝓀ে দিলেন রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক।
এ দিন এসএমএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুধীর ভাণ্ডারি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে হৃ🎀দরোগে আক্রান্ত হয়ে ওই বিদেশি পর্যকের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ইতালির নাগরিক ওই বৃদ্ধের হার্ট ও ফুসফুসের পুরনো সমস্যা ছিল। ভারতে আসার পরে তাঁর শর🤡ীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়লে এসএমএস হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চিকিৎসার ফলে তিনি Covid-19 থেকে মুক্ত হয়ে সেরে ওঠেন।
বৃহস্পতিবার সকালে বেসরকারি হাসপাতালে থাকার ইচ্ছা প্রকাশ কর🥀ায় তাঁকে জয়পুরের ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এসএমএস মেডিক💙্যাল কলেজের অধ্যক্ষ জানিꦫয়েছেন, ‘এখানে তিনি ঠিকঠাক সুস্থ হয়ে উঠছিলেন। আমাদের দিক থেকে তিনি ফিট ছিলেন।’
এ দিকে করোনাভাইরাস সংক্রমণ থেকে ‘সুস্থ’ হয়ে ওঠার পরে রোগ🐼ীর মৃত্যুতে নতুন করে উদ্বেগ ছড়াল রাজস্থানে।