জম্মু ও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আক্রমণের জবাবে ভারতীয় সেনার প্রত্যাঘাতে বড়সড় ক্ষতি হল পাকিস্তান সেনাবাহিনীর। বৃস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কাশ্মীরের রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে প্রথমে আক্রমণ হানে পাক বাহিনী। পালটা আক্রমণে অব্যর্থ নিশানা ভেদ করতে সফল হয়েছে ভারত, জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী সূত্রে। গত বুধবার বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি নীতির তোয়াক্কা না করে ছোট ও ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে জম্মুর মানজাকোট, কেরি, বালাকোট ও করোল মৈত্রান সেক্টরে এবং কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ ও কাঠুয়া জেলায় শেল ও মর্টার বর্ষণ করে পাক সেনাবাহিনী। এর জেরে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। হামলায় বেশ কিছু সম্পত্তির ক্ষতিও হয়। গত কয়েক বছরে একাধিক বার পাক বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে সাফল্য লাভ করেছে ভারতীয় সেনা।