করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়তে ফের চিকিৎসক হিসেবে নিজেকে নথিভুক্ত করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকর। আপাতত তিনি সপ্তাহে একটি শিফ্টে চিকিৎসকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাত বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভারাডকর। তিনি জুনিয়র ডক্টর হিসেবে ডাবলিনের সেন্ট জেমস হাসপাতাল এবং কনোলি হাসপাতালে কাজ করেছেন।আয়ারল্যান্ডে এ পর্যন্ত Covid-19 রোগীর সংখ্যা ৫,০০০ এর নীচে। তাঁদের মধ্যে মারা গিয়েছেন ১৫৮ জন।উল্লেখ্য, রাজনীতিতে যোগ দেওয়ার কারণে ২০১৩ সালে দেশের মেডিক্যাল রেজিস্টার থেকে নাম কাটা যায় ভারাডকরের।সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, তাঁর অধীনে থাকা এলাকায় আপাতত সপ্তাহে একদিন চিকিৎসক হিসেবে কাজ করবেন লিও ভারাডকর।দফতরের মুখপাত্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর পরিবারের বেশ কয়েক জন সদস্য বর্তমানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন। সামান্য হলেও করোনা মোকাবিলায় নিজের অবদান রাখতে আগ্রহী প্রধানমন্ত্রী।’