লকডাউনের রাস্তায় দুꦺধের ধারা। সেই ধারার সামনে বসে উসকো-খুসকো এক ব্যক্তি। হাতে করে দুধ নিয়ে একটি পাত্রে তুলছেন। তার কিছুটা আগেই সেই দুধ খাচ্ছে কয়েকটি কুকুর। আগ্রার সেই হৃদয়বিদারক ভিডিয়ো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন : বে𓆉সরকারি ল্যাবে শুধু গরিবদের বিনা পয়সায় করোনা টেস্ট হবে, নির্দেশ সংশোধন করল⛄ সুপ্রিম কোর্ট
সোমবার সকালে মোটর সাইকেলে করে দুধ নিয়ে যাওয়ার সময় কোনওভাবে তা পড়ে যায়। আর সেই🗹 দুধের ধারা রাস্তায় বইতে থাকে।
বিষয়টি নিয়ে স্থানীয় থানার এসএইচও উদয়বীর মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ব্যক্তি একাই থা♏কেন। তিনি মানসিকভাবে সুস্থ নন বলে ধারণা। কুকুরদের খাওয়াতে ভালোবাসেন। আর তাদের খাওয়ানোর জন্যই পাত্রে দুধ তুলেছিলেন বলে দাব🦄ি ওই পুলিশ আধিকারিকের।
আরও পড়ুন : মুম্বই থেকဣে হেঁটে বা♓রাণসী পৌঁছলেও যুবককে বাড়িতে ঢুকতে দিল না পরিবার
তিনি বলেন, 'রাম বাাগ উড়ালপুলের নীচে থাকেন ওই ব্যক্তি (৫০) ও মাঝেমধ্যে সামনের মন্দিরে যান। কুকুরদের জন্য তিনি খ🍸াবার জোগাড় করেন। সোমবার সকালেও কুকুরদের🐬 খাওয়ানোর জন্য দুধ নিচ্ছিলেন। নিজের জন্য দুধ তুলছিলেন না।'
আরও পড়ুন : লকডাউনে রোজগারহীন দিনমজুরদের হাতে প্রতিদিন খাব💛ার তুলে দি😼চ্ছেন জাতীয় দলের বাঙালি ফুটবলার