সপ্তাহের শুরুতে আশার আলো দেখিয়ে ফের সোনার দামে ভাটা পড়ল ভারতে। সোমবার এমসিএক্স সূচকে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড উঠলেও মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৪৭,৯২০ টাকা। রুপোর দামও এদিন ০.৪% কমে দাঁড়িয়েছে কেজিতে ৪৮.৩১১ টাকায়। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার বাড়ার পাশাপাশি এ দিন আন্তর্জাতিক বাজারে আবার সোনার দামে উর্দ্ধগতি দেখা গিয়েছে। সংকটকালে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৫৮.০৩ ডলার। রুপোর দামও ০.২% বাড়ার ফলে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭.৭৯ ডলারে। সোনায় বিনিয়োগের হার বাড়ার প্রতিফলন দেখা গিয়েছে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ। শুক্রবার ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণ ১,১৫৯.৩১ টন ছিল, সোমবার তা বেড়ে দাঁড়ায় ১,১৬৬.০৪ টনে।