ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপা💃ধ্যায়ের। গভীর কোমায় আচ্ছন্ন তিনি। তবে তাঁর শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আপাতত যথাযথ রয়েছে বলে জানিয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতাল।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রণববাবুর কিডনিজনিত সমস্যার আগের চেয়ে কিছুটা সুরাহা হয়েছে। এ ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক পরিস্থিতিও স্থিতিশ𒁃ীল। যদিও তিনি এখনও কোমাচ্ছন্ন অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।
গত ১০ অগ🌸স্ট থেকে দ🍌িল্লি ক্যান্টনেমেন্টের ভারতীয় সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষায় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। সেই সঙ্গে তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে।
ওই দিনই জরুরি ভিত্তিতে প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও তার পর থেকে তাঁর অবস্থা সংকটজনক হয়ে পড়ꦫে। সেই থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।