করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে সফল হয়েছিল অনেক দেশই। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং গণ সমাবেশের জেরে সংক্রমণ হুড়মুড়িয়ে বেড়েছে। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ বলেন, 'যে সুযোগই ধরতে হোক না কেন, ভাইরাস ধরে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশগুলি এমন একটি জায়গায় থাকবে, যার ফলে দ্রুত সেই কেস চিহ্নিত করতে পারবে।'বিশ্ব স্বাস্থ্য সংস্থার অপর এক বিশেষজ্ঞ মাইক রায়ান জানান, দক্ষিণ কোরিয়ায় যে নয়া ক্লাস্টারের খোঁজ মিলেছে, তার সঙ্গে পানশালা, ছাউনি এবং বিনোদন পার্কের সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে। অন্যদিকে একটি গবেষণা অনুযায়ী, কেউ বোঝার আগেই সম্ভবত উত্তর ইতালির করোনার দাপট শুরু হয়ে গিয়েছিল।উল্লেখ্য, আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দুপুর দুটো পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯,২৭৩,৭৭৩। মৃত্যু হয়েছে ৪৭৭,৮০৭ জনের। সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় প্রথম চারে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ভারত। সর্বাধিক মৃত্যুর খবর মিলেছে আমেরিকা থেকেই। তারপর যথাক্রমে ব্রাজিল, ব্রিটেন, ইতালি এবং ফ্রান্স রয়েছে।