সোনার দামে গত প্রায় এক সপ্তাহ লাগাতার ওঠাপড়া লেগে রয়েছে। যার জেরে বিয়ের বাজ▨ারে কখনও স্বস্তিতে থাকছে মধ্যবিত্ত, আবার কখনও বা উদ্বেগে ভ💫ুগছে গৃহস্থের পকেট। অন্য দিকে, সোনার দাম কমায় বিনিয়োগ নিয়েও দোটানায় বাজার।
রবি෴বারের তুলনায় সোমবার সকালে আবার কমল সোনার দাম। এ দিন কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়াল ৪১,৫০০ টাকা, গতকালের তুলনায় যা প্রায় এক হাজার টাকা।
আরও পড়ুন: Railway Job Openings: রেলে নিয়োগ, জেনে নিন বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারিখ
এ দিন কꦐলকাতায় গয়নার সোনার (২২ ক্যারাট) দাম দাঁড়াল প্রতি ১০ গ্রাম ৪০,১০০ টাকা। ꩲআর হলমার্ক সোনার গয়নার দাম দাঁড়াল প্রতি ১০ গ্রাম ৪০,৪৫০ টাকা।
সোনার প🧜াশাপাশি রুপোর দামে বিশেষ হেরফের এ দিন দেখা যায়নি। কলকাতায় রুপোর বাট প্রতি কেজির দাম পড়ছে ৪৬,৬০০ টাকা।🏅 খুচরো রুপোর দর কেজিপ্রতি যাচ্ছে ৪৬,৭০০ টাকা।
আরও পড়ুন: ধর্মঘট ও ছুটি মিলিয়ে মার্চে ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা
একনজরে দেখে নেওয়া যাক💞 সোমবা🌊র কলকাতায় সোনা-রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,৫০০ টাকা।
• ২২ ক্য🀅ারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪০,১০০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)✅ – ৪০,৪৫০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি))– ৪৬,৬০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৭০০ টাকা।