নাগরিকত্ব প্রশ্নে এবার উলটো সুর শোনা গেল নীতীশ কুমারের মুখেও। তাঁর রাজ্যে এনআরসি💦 কার্যকর করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।
এই প্রথম এনডিএ শাসিত কোনও রাজ্য এনআরসি নিয়ে প্রতিবাদ জানাল। শুক্রবার এই নিয়ে প্রশ্ন করলে নীতীশ▨ কুমার পালটা জানতে চান, ‘কেনই বা বিহারে প্রয়োগ করা হবে?’
মনে রাখা দরকার, তাঁর দলের উপ-প্রধান প্র🌸শান্ত কিশোর বরাবরই নতুন নাগরিকত্ব⭕ আইন ও এনআরসির বিরোধিতা করে এসেছেন।
চলতি মাসের গোড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৪ সালের মধ্যে ভারতকে শরণার্থী মুক্ত করবেন বলে ঘোষণা করেছেন। লোকসভা ও রাজ্যসভায় এনডিএ সরকারের আনা সংশোধিত নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়েছে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল। স্বাভাবিক ভাবেই এ ܫদিন নীতীশের অবস্থান কেন্দ্রের শাসকদলের জন্য যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।
নীতীশের মতোই নতুন নাগরিকত্ব আইনকে সংসদে সমর্থন জান♔ালেও এনআরসির বিরুদ্ধে মুখ খুলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। কিন্তু তাঁর বিজু জনতা দল কখনই এনডিএ জোটে শরিক হ🧔য়নি।