নাগরিকত্ব প্রশ্নে এবার উলটো সুর শোনা গেল নীতীশ কুমারের মুখেও। তাঁর রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।এই প্রথম এনডিএ শাসিত কোনও রাজ্য এনআরসি নিয়ে প্রতিবাদ জানাল। শুক্রবার এই নিয়ে প্রশ্ন করলে নীতীশ কুমার পালটা জানতে চান, ‘কেনই বা বিহারে প্রয়োগ করা হবে?’মনে রাখা দরকার, তাঁর দলের উপ-প্রধান প্রশান্ত কিশোর বরাবরই নতুন নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করে এসেছেন।চলতি মাসের গোড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৪ সালের মধ্যে ভারতকে শরণার্থী মুক্ত করবেন বলে ঘোষণা করেছেন। লোকসভা ও রাজ্যসভায় এনডিএ সরকারের আনা সংশোধিত নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়েছে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল। স্বাভাবিক ভাবেই এ দিন নীতীশের অবস্থান কেন্দ্রের শাসকদলের জন্য যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।নীতীশের মতোই নতুন নাগরিকত্ব আইনকে সংসদে সমর্থন জানালেও এনআরসির বিরুদ্ধে মুখ খুলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। কিন্তু তাঁর বিজু জনতা দল কখনই এনডিএ জোটে শরিক হয়নি।