খরচ বাঁচাতে অনেক সময় বিদেশের মাটিতে এয়ারপোর্টেই বিশ্রাম নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশের মাটিতে অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিমানকে টেকনিকাল হল্ট বা তেল ভরানোর জন্য থামতে হয়। সাধারণত প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গে যারা যাচ্ছেন, তারা পাঁচতারা হোটেলে থাকেন এই সময়কালের জন্য। কিন্তু সেই প্রথা বন্ধ করেছেন মোদী। বিমানবন্দরেই জিরিয়ে নেন প্রধানমন্ত্রী, বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বাইরে গেলে যত সম্ভব কম অফিসার সঙ্গে নিয়ে যান প্রধানমন্ত্রী। আগের মতো প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্যরা গাড়িতে যাতায়াত করেন না, তাদের জন্য বাস ভাড়া করে নেওয়া হয়। এসপিজি অ্যাক্ট নিয়ে আলোচনার প্রসঙ্গে গান্ধী পরিবারকে একহাত নেন শাহ। তিনি অভিযোগ করেন যে অনেক ক্ষেত্রে গান্ধী পরিবারের লোকেরা নিয়ম মানেন না, কিন্তু গত ২০ বছরে কখনো নিয়মের উলঙ্ঘন করেননি মোদি, বলে জানান অমিত শাহ। কংগ্রেস সাংসগ গৌরব গোগোই বলেন যে ২০১৭ সালে সমুদ্রপ্লেন চড়ার সময় এসপিজির নিয়ম ভেঙেছিলেন মোদী। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেন অমিত শাহ।