সামনেই পুরসভা ভোট। তার আগে হাজারের বেশি স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন দফতর ও পুরসভায় নিয়োগ করা হবে।সূত্রের খবর, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ প্রস্তাবে সিলমোহর পড়েছে। কমপক্ষে ৯০০ জনের নিয়োগ হবে পরিবহন দফতরে। ৫০০ জন চালক ও ৪০০ জন কন্ডাক্টর নিয়োগ করা হবে। প্রশাসন সূত্রের খবর, নিয়োগ সংস্থার মাধ্যমে লোক নেওয়া হবে। সেই সংস্থার বাছাইয়ের জন্য আলাদাভাবে টেন্ডার ডাকা হবে। এছাড়াও পুর ও নগরোন্নয়ন দফতরেও কর্মী নেওয়া হবে বলে সূত্রের খবর। একইসঙ্গে কলকাতা, নবদ্বীপ, পাঁশকুড়া ও দুর্গাপুর পুরসভায় প্রায় ১৬০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভায় মূলত স্থায়ী শূন্যপদেই নিয়োগ হবে বলে সূত্রের খবর।পাশাপাশি, নিজের জেলার স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের পোস্টিংয়ের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই পরিকল্পনাও পাশ হয়ে গিয়েছে।