করোনাভাইরাস নিয়ে ভুয়ো পোস্টের জন্য পুলিশের ধমকের মুখে পড়লেন হোয়্যাটসঅ্যাপ গ্রুপের এক মহিলা অ্যাডমিন। গ্রুপের আরও এক সদস্যকে সতর্কও করা হয়েছে। ঘটনাটি মহার𒅌াষ্ট্রের আহমেদনগর জেলার।
আরও পড়ুন : করোনাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা 🗹🌟নাড়াচাড়ায়, সতর্ক করল ‘হু’
সম্প্রতি 'বুলন্দ রাজকর্নি' নামে ওই হোয়্যাটসঅ্যাপে গ্রুপে একটি মেস꧂েজ পাঠানো হয়। তাতে বলা হয়, 'করোনায় আক্রান্ত হয়েছেন, এমন এক সন্দেহভাজনকে সঙ্গামনের বাস স্ট্যান্ডে দেখা গিয়েছে। তাঁকওে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে আর্জি জানাচ্ছি, কেউ যেন জনবহুল এলাকায় না যান এবং মাস্ক ও রুমাল ব্যবহার করেন।'
আরও পড়ুন কীভাবে করোনার প্রকোপ থেক✃ে রক্ষা পাবেন, দেখে নিন যাবতীয় তথ্য
সেই মেসেজ ছড়িয়ে পড়তে আতঙ্কিত ꦇহয়ে পড়েন অনেকেই। বিষয়টি নজরে আসে সঙ্গামনের হাসপ💟াতালের এক স্বাস্থ্যকর্মী। তিনি থানায় অভিযোগ করেন। তারপরই গ্রুপের অ্যাডমিন ও এক সদস্যকে সতর্ক করে দেয় পুলিশ।