প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির রেজাল্ট। এবার পাশের হার হল ৯৩.৬ শতাংশ। যা গতবারের থেকে ০.৪৮ শতাংশ বেশি। গতবার পাশের হার ছিল ৯৩.১২ শতাংশ। পাশের হার বৃদ্ধির মতো গতবারের তুলনায় ২০২꧒৪ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯০ শতাংশ বা তার বেশি এবং ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা বেড়েছে। আর তুমিও সেই তালিকায় আছো কিনা, সেটা দেখার জন্য cbseresults.nic.in-তে যেতে হবে। সেখান থেকেই পড়ুয়ারা রেজাল্ট দেখতে পারবে। সেইসঙ্গে digilocker.gov.in, results.gov.in-র মতো জায়গা থেকেও CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে।
CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের ইতিবৃত্ত
— এবার সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ২২,৫১,৮১২ জন না🌃ম ♓নথিভুক্ত করেছিল। পরীক্ষা দিয়েছিল ২২,৩৮,৮২৭ জন। ২০,৯৫,৪৬৭ জন পাশ করেছে। পাশের হার হল ৯৩.৬ শতাংশ।
— ২০২৪ সালের সিবিএসই🌞 দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৪৭,৯৮৩ জন। অর্থাৎ ২.২৮ শতাংশ পড়ুয়া ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। গতবার পে🔯য়েছিল ৪৪,২৯৭ জন। যা শতাংশের বিচারে ছিল ২.১৯।
— এবার সব বিষয়ে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ছাড়িয়ে গিয়েছে দু'লꦰাখের গণ্ডি। গতবার যে সংখ্যাটা ছিল ১৯৫,৭৯৯।
— দ্বাদশ শ্রেণির মতোই অঞ্চল-ভিত্তিক পাশের হারের তালিকার শীর্ষে আছে ত্রিবান্দ্রম (৯৯.৭৫ শতাংশ)। তারপর আছে যথাক্রমে বিজয়ওয়াড়া (৯৯.৬ শতাংশ),🧜 চেন্নাই (৯৯.৩ শতাংশ) এবং বেঙ্গালুরু (৯৯.২৬ শতাংশ)। অর্থাৎ দ্বাদশ শ্রেণির মতো প্রথম চারে আছে ত্রিবান্দ্রম, বিজয়ওয়াড়া, চেন্নাই এবং বেঙ্গালুরু।
CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে পারবেন?
১) প্রথমেই cbseresults.niܫc.in-তে যেতে হবে পড়ুয়াদের।
২) যে পেজ খুলবে, সেটার প্রথমেই তিনটি লিঙ্ক দেখা যাবে। তিনটি লিঙ্ক দেওয়া আছে। 'Secondary 🐻School Examination (Class X) Results 2024 (Link 1) - Announced on 13th May 2024', 'Secondary School Examination (Class X) Results 2024 (Link 2) - Announced on 13th May 2024' এবং ‘Secondary School Examination (Class X) Results 2024 (Link 3) - Announced on 13th May 2024’ রয়েছে। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরেই আছে 'Sec🌞ondary School Examination (Class X) 2024'। রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি দিতে হবে। তাহলেই স্ক্রিনে CBSE দশম শ্রেণির♔ বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে পড়ুয়ারা।
CBSE💯✨ দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক -