একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটড। ওয়াক-ইন-ইন্টারভিউ বা স্কিল পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে।যোগ্য এবং আগ্রহী অয়েল ইন্ডিয়া লিমিটডের অফিসিয়াল ওয়েবসাইট //www.oil-india.com/ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবেন।পদের বিবরণ : অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক, ইলেকট্রিকাল সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান, গ্যাস লগার, কেমিকাল অ্যাসিস্ট্যান্ট, কেমিকাল অ্যাসিস্ট্যান্ট-পাম্প, ড্রিলিং রিগম্যান এবং অ্যাসিস্ট্যান্ট মেকানিক-আইসিই পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৫। বিভিন্ন পদের জন্য বিভিন্নরকম যোগ্যতা প্রয়োজন হবে।তবে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করবে অয়েল ইন্ডিয়া লিমিটড। প্রাথমিকভাবে ছ'মাসের জন্য নিয়োগ করা হবে। তারপর প্রয়োজনীতা, কাজের দক্ষতা, শারীরিক পরীক্ষা-সহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ ছ'মাস বাড়ানো হতে পারে। সবমিলিয়ে চুক্তির সর্বোচ্চ মেয়াদ হবে ১২ মাস। ওয়াক-ইন-ইন্টারভিউ বা স্কিল পরীক্ষার দিন :১) অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার - ১৬ অগস্ট।২) অ্যাসিস্ট্যান্ট ফিটার - ১৮ অগস্ট।৩) অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক - ২০ অগস্ট।৪) ইলেকট্রিকাল সুপারভাইজার - ২৩ অগস্ট।৫) অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান - ৩০ অগস্ট।৬) গ্যাস লগার - ২৫ অগস্ট।৭) কেমিকাল অ্যাসিস্ট্যান্ট - ২ সেপ্টেম্বর।৮) কেমিকাল অ্যাসিস্ট্যান্ট-পাম্প - ৬ সেপ্টেম্বর।৯) ড্রিলিং রিগম্যান - ৮ সেপ্টেম্বর।১০) অ্যাসিস্ট্যান্ট মেকানিক-আইসিই - ১৩ সেপ্টেম্বর।সব পদের জন্য নথিভুক্ত হতে হবে ওয়াক-ইন-ইন্টারভিউ বা স্কিল পরীক্ষার দিনই। সেদিন সকাল সাতটা থেকে ১১ টা থেকে পর্যন্ত নথিভুক্তকরণ প্রক্রিয়া।ওয়াক-ইন-ইন্টারভিউ বা স্কিল পরীক্ষার ঠিকানা : এমপ্লিয় ওয়েলফেয়ার অফিস, নেহরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটড, দুলিয়াজান, অসম।