ইতিমধ্যে শুরু হয়েছে মাল্টি-টাস্কিং (নন-টেকনিকাল) স্টাফের নিয়োগের আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২১ মার্চ রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা 💖যাবে।
তবে কতগুলি পদে নিয়োগ করা হবে, তা জানানো হয়নি। কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপযুক্ত সময় শূন্যপদের বিস্তারিত বিষয় জানানো হবে। কোনও যদি আপটেডে﷽ড শূন্যপদ থাকে, তাহলে তা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।’
শিক্ষাগত যোগ্যতা :
চলতি বছরের ১ জানুয়ারির (০১.০১.২০২১)♈ মধ্যে আবেদনকারীকে স্বীকৃত কোনও বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পরীক্ষায় পাশ🌞 করতে হবে।
আবেদন ফি :
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং এক্স-সার্ভিসম্যানদের কোনও আবেদন 🦩ফি লাগবে না। অনলাইনে ইউপিআই, ভিম, নেট ব্যাঙ্কিং, এটিএম এবং ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যাবে।
আবেদনের প্রক্রিয়া :
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসি) অফিসিয়াল🐻 ওয়ে🅰বসাইট -তে গিয়ে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
১) অনলাইনে ফর্ম জমা দেওয়ার তারি✅খ :ඣ ৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ।
২) অনলাইনে ফর্ম দেওয়ার শেষ তারিখ : ২১ মার্চ, ২০২১ (রাত ১১ টাꦿ ৩০ মিনিট)।
৩) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৩ মার্চ, ২০২১ (রাত ൩১১ টা ৩০ মিনিট)।
৪) অফলাইনে চালান জেনারেশনের শেষ তারিখ : ২৫ মার𒀰্চ, ২০২১ (রাত ১১ টা ৩০ মিনিট)।
৫) চালানের মাধ্যমে ব্যাঙ্কে টাকা জমা দেওয়꧅ার শেষ তারিখ : ২৯ মার্চ, ২০২১ (ব্যাঙ্কের কাজের সময়)।
৬) কম্পিউটার বেসড পরীক꧋্ষার তারিখ (টিয়ার-১) : ১ জুলাই থেকে ২০ জুলাই,𝓡 ২০২১।
৭) ব্যাখ্যামূলক পেপার (টিয়ার-২) 𝓰: ২০ নভেম🎶্বর, ২০২১।