নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। ‘Phase-X/2022/Selection Posts'-এ নিয়োগের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন। ইচ্ছুক প্র🎀ার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদের সংখ্যা
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী (SSC Selection Post phase X/2022), মোট ৩৩৭ টি শূন্যপদের জন্য মোট ২,০৬৫ জনকে নিয়োগ করা ♌হবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় তাঁদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে কমিশন। বিভিন্ন প্রান্তে তাঁদের নিয়োগ করা হবে।
কীভাবে নিয়োগের (SSC Selection Post phase X/2022) জন্য আবেদন করবেন?
১) স্টাফ সিলেকশন কমিশনে𒅌র (এসএসসি) অফিসিয়াল ওয়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবসাইট -তে যান।
২) তারপর রেজিস্টার করে লগইন করুন।
৩) তারপর নিজের প্রয়োজন🐼ীয় নথি দিন। আপলোড করু𒅌ন প্রয়োজনীয় নথি।
৪) আবেদন ফি জমা দিন।
৫) ফর্ম সাবমিট করে♑ প্রিন্ট-আউট করে নিন। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক -
গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরু: ১২ মে।
২) কতদিন অনলাইনে আবেদন চলবে😼? আগামী ১৩ জুন রাত ১১ টা পর্যন্ত অনলাইনে আবেদ𝓀ন গৃহীত হবে।
৩) অনলাইনে ফি দেওয়ার শেষদিন? আগামী ১৫ জুন 🅺♈রাত পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
৪) ব্যাঙ্কের চালান জেনারেট করার (অফলাইনে ফি জমা দেওয়া) শেষ🎉দিন? আগাম🌳ী ১৬ জুন রাত ১১ টা পর্যন্ত চালান জেনারেট করা যাবে।
৫) চালানের মাধ্যম☂ে কখন আবেদন ফি জমা দেওয়া যাবে? আগামী ১৮ জুন পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে চালান জমা দিতে হবে)।
৬) অনলাইন পেমেন্ট-সহ অনলাইনে জমা দেওয়া আবেদন সংশোধনের সময়: ⛄🌊২০ জুন থেকে ২৪ জুন (রাত ১১ টা পর্যন্ত)।
৭)ꦬ কম্পিউটার বেসড পরীক্ষার সময়: ২০২২ সালের অগস্ট (সম্ভাব্য)🍷।
(কোথায় শূন্যপদ আছে, কোথায় চাকরির আবেদন নিচ্ছে? ক্লিক করুন এখানে। জেনে যাবেন সব তথ্য)
আবেদন ফি:
১০০ টাকা দিতে হবে। অনলাইনে Bhim UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড🐠ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখায় অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা দেওযা যাবে। তবে মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের আবেদন ফি দিতে হবে না।