বিভিন্ন শিক্ষানবিশ পদে নিয়োগ করবে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। প্রশিক্ষণ চলাকালীন দেওয়া হবে স্টাইপেন্ডও।শূন্যপদমোট ৯৬৫টি শূন্য পদে প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে।কী কী পদে?কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে ২১৯টি, ড্রাইটসম্যান পদে ২৮টি, ইলেকট্রিশিয়ান পদে ২৫০টি, ফিটারে ২৪২টি, মেকানিক (ডিজেল) পদে ৩৬টি, মেকানিস্ট পদে ১২টি, ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাক্টর) পদে ৯টি, পাম্প অপারেটর কাম মেকানিক পদে ১৬টি, সার্ভেয়ার ২০টি, টার্নার ১৭টি ওয়েল্ডার (গ্যাস এবং ওয়েল্ডার)৭৬টি, ওয়্যারম্যান পদে ৪০টি শূন্যপদ রয়েছে।শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে যে পদের জন্য আবেদন করা হচ্ছে, তাতে NCVT/SCVT যে কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।বয়সসীমাআবেদনকারীর বয়স ২১ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত তালিকাভুক্তদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় মিলবে।স্টাইপেন্ডএক বছরের আইআইটি ডিপ্লোমাধারীদের ৭,৭০০ টাকা করে দেওয়া হবে।দুই বছরের আইআইটি ডিপ্লোমাধারীদের ৮,০৫০ টাকা করে দেওয়া হবে।আবেদন করবেন কোথায়অফিসিয়াল ওয়েবসাইট www.westerncoal.in থেকেই করা যাবে আবেদনআবেদনের শেষ তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২১