পাক্কা ৬০ মিনিটের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং ব♑িএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স বা জেনারেল বা মেজর) ফলাফল (BA/BSc Semester IV - Honours/General/Major - CBCS Results 2023)। পড়ুয়ারা বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে wbresults.nic.in এবং www.exametc.com ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন। যাঁরা এখনই নিজেদের হাতে মার্কশিট পাবেন না। মার্কশিট পাওয়ার জন্য তাঁদের কমপক্ষে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেদিন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কলে🌟জের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৫ বছরের কম বয়সী পাঁচজন স্নাতকের মধ্যে দুজন কোভিডের পর চাকরি না পেয়ে 🍒ঘরে বসে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই ঘোষণার পর এক পড়ুয়ার বক্তব্য, শেষপর্যন্ত যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স🐈 বা জেনারেল বা মেজর) ফলাফল প্রকাশিত হচ্ছে, সেটাই স্বস্তির বিষয়। দীর্ঘদিন ধরে রেজাল্টের জ🍨ন্য অপেক্ষা করছেন বলে জানান ওই পড়ুয়া। যে রেজাল্ট আজ বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে।
কীভাবে বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের রেজাল্ট দেখতে পারবেন?
১) প্রথমে𒐪ই wbresults.nic.in-তে যেতে হবে পড়ুয়াদ🎀ের। সেজন্য এখানে ক্লিক করুন - । সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স বা জেনারেল বা মেজর) ফলাফল দেখা যাবে।
২) ওই পেজেই ‘Latest Announcement’-র নীচেই ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS) Results published on Tuesday, 26th September, 2023 at 4.30 PM’ দেখতে🐈 পাবেন। তাতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলে যাবে।
৩) ওই নতুন পেজের একেবারে ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under💝 CBCS)’ দেখতে পাবেন। সেটার নীচেই রোল নম্বর টাইপ করার অপশন পাবেন পড়ুয়ারা। সেখানে হাইফেন ছাড়া নিজের রোল নম্বর দিতে হবে। তারপর❀ ক্যাপটা দিতে হবে পড়ুয়াদের। নীচেই ‘Submit’ বাটন দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৪) আপনার ফোন বা ক♈ম্পিউটার স্ক্রিনে নিজের রেজাল্ট দেখতে পাবেন। যা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন। ডাউনলোড করে রেখে দিন। নাহলে স্ক্রিনশট তুলেও রেখে দিতে পারেন।