Eastern Railway Recruitment 2024: পূর্বরেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শুরু হচ্ছে নিয়োগ। rrcer.org ও rrcrecruit.co.in এই দুই সাইটের মাধ্যমে আবেদ🥂ন করতে হবে। কীভাবে কোথায় আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন? জেনে নিন বিশদে।
গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন শুরু - ১৫ নভেম্বর ২০২৪
রেজিস্ট্রেশন শেষ - ১৪ ডিসেম্বর ২০২৪
মোট শূন্য়পদ
Group ‘C’, Level-4/Level-5: 5 posts
Group ‘C’ Level-2/Level-3: 16 posts
Group ‘D’ Level-1(7thCPC): 39 posts
আরও পড়ুন - বিশ্বজুড়ে ১৭০০০ কর্মী ছাঁটাই এই বꦗিমান সংস্থার! ভারতে কতজন কোপের মুখে?
শিক্ষাগত যোগ্য়তা
Level-4/Level-5 - যে🦩কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা তাঁর🎃 সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Level-2/Level-3 - যেকোনও সর🌌কার স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। অথবা একইরকম প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করলেও আবেদন করা যাবে।
Level-1(7thCPC) - যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করতে হবে। আইটিআই ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে ওই পড়ুয়🔯ারা। থাকতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে পা🌌রে। ১ জানুয়ারি, ২০২৫-এর নি𒅌রিখে বয়স পরিমাপ করা হবে।
আরও পড়ুন - ৫০০০ ছাঁটাই! জা𝓀র্মান এই সংস্থার সিদ্ধান্তের জেরে বিপাকে ভারতীয় কর্মীরা
আবেদনের ফি
অসংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা। অন্যদিকে এসসি, এসটি, আর্থিকভাবে সুবিধাবঞ্চিত, মহিলা ও🔯 সং𒊎খ্যালঘুদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা। আবেদনের ফি অনলাইনে পে করতে হবে।
আবেদনের যোগ্যতা
স্পোর্টস কোটার অধীনে এই নিয়ﷺোগ হবে বলে জানিয়েছে পূূর্বরেল। তবে তার সঙ্গে আরও কিছু যোগ্যতা থাকা জরুরি। একে একে জেনে নেওয়া যাক সেগুলি।
আবেদনের প্রক্রিয়া
- rrcer.org ও rrcrecruit.co.in এই দুই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে সাইটে গিয়ে অনলাইন আবেদনে ক্লিক করতে হবে।
- পুরো নোটিসটি পড়ে নেওয়ার পর নিচে দেওয়া নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে নিজের তথ্য দিতে হবে।
- পরের ধাপে প্রয়োজনীয় নথিআপলোড করতে হবে।
- শেষ ধাপে আবেদনের ফি পেমেন্ট করতে হবে।
- এরপর আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে কাছে রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য।