আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ICSE পরীক্ষা। কাউন্সিল ফর দ্য🌼 ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই) ত꧂রফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত দশম শ্রেণির সেই বোর্ড পরীক্ষা চলবে।
ICSE পরীক্ষার সূচি (ICSE 2023 Timetable)
অধিকাংশ পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে। ꦇকয়েকটি পরীক্ষা সকাল ন'টা থেকে পরীক্ষা শুরু হবে। কয়েকটি বিষয়ের পরীক্ষা তিন 🌳ঘণ্টা চলবে। কয়েকটি পরীক্ষা আবার চলবে দু'ঘণ্টা। কয়েকটির সময়সীমা হবে আড়াই ঘণ্টা। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, দেখে নিন পূর্ণাঙ্গ রুটিন -
ICSE পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা (ICSE 2023 Instructions)
১) যে কোনও পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। যেমন - সকাল ১꧙১ টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলে সকাল ১০ টা ৪৫ মিনিটে প্র🎃শ্নপত্র দেওয়া যাবে।
২) পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে পড়ুয়াদের পাঁচ মিনিট আগে নির্দিষ্ট জা🧸য়গায় বসে পড়তে হবে। যেমন - সকাল ১১ টায় পরীক্ষা শুরু হলে সকাল ১০ টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০ টা ৪০ মিনিটের মধ্যে নির্দিষ্ট জায়গায় বসে পড়তে হবে পরীক্ষার্থীদের।
৩) নির্দিষ্ট সময়ের পরে এলে পরীক্ষায় বসতে🎉 দেওয়া হবে না। শুধুমাত্র সন্তোষজনক ব্যাখ্যা দিল🌞ে তবেই পরীক্ষা দেওয়ার অনুমতি মিলবে। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না পড়ুয়ারা।
আরও পড়ুন: ISC 2023 Timetable: ১৩🐟 ফেব্রুয়ারি থেক💟ে শুরু ISC, কতদিন চলবে? দেখুন বোর্ড পরীক্ষার পুরো রুটিন
৪) উত্তরপত্রে 'ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর', ইনডেক্স নম্বর এবং বিষয় লিখতে হবে। য𓂃তগুলি অতিরিক্ত পৃষ্ঠা নেবে পড়ুয়ারা, তার প্রতিটি পৃষ্ঠায় 'ইউনিক ༺আইডেন্টিফিকেশন নম্বর', ইনডেক্স নম্বর এবং বিষয় লিখতে হবে বলে জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।
৫) পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের কোনওরকম নোꦬট, কাগজ, ক্যালকুলেটের, বই, মোবাইল ফোন বা ওয়ারলেস ডিভাইস নিয়ে ঢোকার অনুমতি নেই বলে বোর্ডের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন: India vs USA Cost of Living: কত টাকা বেতন পেলে 💃নিউ ইয়র্কে গিয়ে পোষাবে? হিসাব দেখলে অবাক হবেন!