আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় জয়জয়কার পশ্চিমবঙ্গের। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে জানানো হয়েছে, এবার দশম শ্রেণির পরীক্ষায় প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়। দ্বাদশে তো দু'জন ‘টপার’ হয়েছেন - শুভম কুমার আগরওয়াল এবং মান্য গুপ্তা। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের ম🗹ধ্যে দু'জন পশ্চিমবঙ্গের। তাছাড়া মেধাতালিকায় আছেন পশ্চিমবঙ্গের আরও অনেকে।
আইসিএসই পরীক্ষায় বাংলার পড়ুযাদের ফলাফল
১) আইসিএসইতে দেশে মোট ন'জন প্রথম হয়েছে। সেই তালিকায় আছেন পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর🧸 ৪৯৯ (মোট নম্বর 🌺৫০০)।
আরও পড়ুন: ICSE Result 2023: ICSE-তে দেশে প্রথম বর্ধমানের ছেলে, পাশের হার প্রায় ৯৯%, ছ🌜েলেদের ‘হারাল’ মেয়েরা
২) সর্বভারতীয় মেধাতালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলার পাঁচ পড়ুয়া - ত𓂃ৃষা বিহানি (মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি), অনুরাগ নন্দী (পার্কস্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ), ঐশী চক্রবর্তী (ক্যালকাটা গার্লস হাইস্কুল), সাবিক ইবন খান (জোকার বিবেকানন্দ মিশন স্কুল), আরণ্যক রায় (গার্ডেনরিচ হাইস্কুল), শ্রেয়সী বিশ্বাস (কলকাতার ডে পল স্কুল)। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮।
আইএসসি পরীক্ষায় বাংলার পড়ুযাদের ফলাফল
১) আইএসসি পরীক্ষায় দেশে মোট পাঁচজন প্রথম হয়েছেন। তাঁদে♈র মধ্যে দু'জনই বাংলার পড়ুয়া। একজন হলেন শিলিগুড়ির ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল এবং কলকাতার দ্য হেরিটেজ স্ক⭕ুলের মান্য গুপ্তা। তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯ (মোট নম্বর ৪০০)।
২) দ্বিতীয় 🎃হয়েছেন বাংলার ছ'জন। কলকাতার মডার্ন হাইস্কুলের অন্তরা বন্দ্যোপাধ্যায়, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঐশী গঙ্গোপাধ্যায়, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলের শুভশ্রী সাহু, কলকাতার প্র্যাট মেমোরিয়ালের অনুশা মাইতি, অ্যাডামাস ইন্টারন্যাল স্কুলের অনুষ্কা সামন্ত এবং হাওড়া🐻র এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার। তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৮।
আরও পড়ুন: ISC Result 2023: ISC-তে দেশে প▨্রথম বাংলার ২ জন, তালিকায় এক বাঙালিও, সবমিলিয়ে পাশের হার ৯৬.৯৩%
৩) তৃতীয় হয়েছেন একাধিক পড়ুয়া। তালিকায় আছেন কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের সাক্ষী ভগৎ, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের উপাসনা দাস, দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির প্রতীতী মাঝি, কলকাতার মডার্ন স্কুলে🐭র কণিকা চন্দক, শ্রী অরবিন্দ ইনস্টিটিউশনের দেবারতি ঘোষ, ব্যান্ডেলের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের মেঘমালা দাশগুপ্তের মতো পড়ুয়ারা। তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৭।
(এই খবরটি আপনি পড়তে পারেন ওHT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )