ICSE Result 2023: ICSE-তে দেশে প্রথম বর্ধমানের ছেলে, পাশের হার প্রায় ৯৯%, ছেলেদের ‘হারাল’ মেয়েরা
1 মিনিটে পড়ুন Updated: 14 May 2023, 03:02 PM IST-
ICSE রেজাল্টের আপডেট
১) চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত 🧸ICSE পরীক্ষা হয়েছিল।
২) আগেভাগেই সব স্কুলের প্রিন্সিপালদের পাঠানো চিঠিতে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) চিফ এক্সিকিউটিভ এবং সচিꦦব জেরি অ্যারাথন জানিয়েছেন, দুপুর তিনটেয় রেজাল্ট প্রকাশ♔িত হবে। সেইমতো আজ দুপুর তিনটেয় ICSE রেজাল্ট প্রকাশিত হয়েছে।
৩) ICSE পরীক্ষায় পাশের হার ৯৮.৯৪ শতাংশ।
৪) ছেলেদের তুলনায় মেয়েদেরཧ ফলাফল ভালো হয়েছে। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। সেখানে ৯৮.৭১ শতাংশ ছেলে পা♈শ করেছে।
৫) ICSE পরীক্🃏ষায় প্রথম ন'জন প্রথম স্থান অধিকারী হয়েছে। সেই তালিকায় আছে বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন🍸্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র।
৬) ICSE পরীক্ষায় কারা কারা প্রথম হয়েছ🐎েন? রুশিল কুমার, অনন্যা কার্তিক, শ্রেয়া উপাধ্যায়, আভ্য সরদেশাই, যশ মণীশ ভাসিন, তনয় সুশীল শাহ, হিয়া সাংভি, অভিশী সিং এবং সম্বিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ISC Result 2023: প্রকাশিত হল রেজাল্ট? কীভাবে নিজের ফল জা𓃲নবেন? ক্লিক করুন এখানে
৭) এবার ICSE পরীক্ষা দিয়েছে মোট ২৩৭,৬৩১। ছেলেদের সংখ্যা ছিল ৫৩.৯২ শতাংশ।༺ ছেলেদের সংখ্যা ছিল ১০৯,৫০০।
৮) অঞ্চলভিত্তির পাশের হার: উত্তর ভারতে পাশের হার ৯৮.৬৫ শতাংশ। পূর্ব ভারতে পাশের হার ৯৮.৪৭ শতাং🏅শ। পশ্চিম ভারতে পাশের হার ৯৯.৮১ শতাংশ। দক্ষিণ ভারতে পাশের হার ৯৯.৬৯ শতাংশ।
)