প্রথম বর্ষের ছাত্রের আত্মহত্যায় টনক নড়ল মুম্বাই আইআইটির? ছাত্রদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতে তাদের পাঠ্যক্রমে বেশ কিছু কাটছাঁট করল প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি। পাঠ্যক্রমকে আরও প্রাসঙ্গিক ও ‘কম চাপের’ বানাতেই এই বিশেষ পদক্ষেপ নিল প্রতিষ্ঠানের সিলেবাস কমিটি। এতে আগামী শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য ভর্তি হবে, তাদের উপর পড়ার বোঝা অনেকটাই কমবে বলে জানাচ্ছেন ওয়াকিবহলমহল। প্রতিষ্ঠানের তরফে জানানো হয় কিশোর চট্টোপাধ্যায় কমিটির প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে। প্রাথমিকভাবে প্রথম বর্ষের পাঠ্যক্রম সংশোধনের পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রমও সংশোধনের কাজ শুরু করেছে। এর ফলে পরের বছর যেসব ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে পড়বে তাদের জন্য অনেকটাই কমবে সিলেবাসের ভার। প্রসঙ্গত আইআইটির বহুতল থেকে ঝাঁপ দেওয়া ১৮ বছরের পড়ুয়াটিও প্রথম বর্🌸ষের পড়ুয়া ছিল।