Indian Army Jobs: জুলাই থেকে শুরু রেজিস্ট্রেশন, ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার
1 মিনিটে পড়ুন Updated: 20 Jun 2022, 02:02 PM IST- -তে গিয়ে নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
কোন কোন পদে 'অগ্নিবীর' নিয়োগ করা হবে?
১) অগ্নিবীর (জেনারেল ডিউটি) (অল আর্মস)।
২) অগ্নিবীর (টেক)।
৩) অগ🎃্নিবীর টেক (এভিএন অ্যান্ড এএমএনಌ এগজামিনার)।
৪) অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিܫপার ট🧜েকনিকাল (অল আর্মস)।
৫) অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)𝕴 (দশম শ্রেণি উত্তীর্ণ)।
৬) অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস) (অষ্টম শ্রেণি ♏উত্তীর্ণ)
কারা 'অগ্নিবীর' হতে পারবেন?
মহিলা এ🌞বং পুরুষ - 'অল ইন্ডিয়া, অল ♔ক্লাস'-র ভিত্তিতে উভয়েই 'অগ্নিপথ' মডেলের আওতায় সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
❀ দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ('অগ্নিবীর'-দের দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে)।
বয়স: ১৭ বছর ৬ মাস থেকে🧔 ২১ বছর (প্রথম বছরের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা বাড়িয়ে ২৩ করা হল)।
কতদিনের চাকরি? চার বছর।
চার বছর পর কতজন সামরিক বাহিনীতে থাকবেন?
যে 'অগ্নিবীর'-দের ন💖িয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী বাহিনীতে থাকবেন। প্রতিটি ব্যাচ থেকে সামরিক বাহিনীর ‘রেগুলার ক্যাডারেꦕ’ সর্বাধিক ২৫ শতাংশ 'অগ্নিবীর'-কে অন্তর্ভুক্ত করা হবে।
বেতন কত হবে?
১) প্রথম বছর: মাসিক বেতন ৩০,০০০ টাকা। হাতে পাবেন ২১,০০০ টাকা। ৩০ শতাংশ অর্থ (৯,০০০ টাকা) সংশ্♌লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। 🌌সঙ্গে ৯,০০০ টাকা দেবে ভারত সরকার।
২) দ্বিতীয় বছর: মাসিক বেতন ৩৩,০০০ টাকা। হাতে পাবেন ২৩,১০০ টাকা। ৯,৯০০ টাক﷽া সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,৯০০ টাকা দেবে ভারত সরকার।
আরও পড়ুন: আর্মি ট্রেনি🌃ং নয়, আর্মস ট্রেনিং, অগ্নিপথ নিয়ে বিধানসভায় বিতর্কিত মন্তব্য মমতা🗹র
৩) তৃতীয় বছর: মাসিক বেতন ৩৬,৫০০ ট🎉া🦋কা। হাতে পাবেন ২৫,৫৮০ টাকা। ১০,৯৫০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১০,৯৫০ টাকা দেবে ভারত সরকার।
৪) চতুর্থ বছর: মাসিক বেতন ৪০,০০০ টাকা। হাতে পাবেন ২৮,০০০ ট🍌াকা। ১২,০০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্ꦿগে ১২,০০০ টাকা দেবে ভারত সরকার।
চার বছর পর কী কী দেওয়া হবে (যাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে)?