বাংলা নিউজ > কর্মখালি > ISC Class 12th Result 2022 Merit List WB: প্রথম তিনে বাংলার ৪১! আছেন শিলিগুড়ি, নদিয়া, বর্ধমান, মেদিনীপুরের পডুয়াও
প্রথম তিনে পশ্চিমবঙ্গের ৪১ জন পড়ুয়া। আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করল পশ্চিমবঙ্গ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনার পড়💯ুয়ারা প্🦩রথম তিনে আছেন।
পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের ISC দ্বাদশ শ্রেণির ফলাফল
- পশ্চিমবঙ্গ থেকে মোট ২৭,৫৬৯ জন পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রের সংখ্যা ছিল ১৪,৯৪৪ (৫৪.২১ শতাংশ)। ১২,৬২৫ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। যা শতাংশের বিচারে ৪৫.৭৯।
- দেশের মতোই পশ্চিমবঙ্গেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ৯৯.৪১ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ।
- ছেলেদের মধ্যে ১৪,৭৮৪ জন পাশ করেছেন। অনুত্তীর্ণ হয়েছেন ১৬০ জন। ১২,৫০০ জন ছাত্রী পাশ করেছেন। অনুত্তীর্ণ হয়েছেন ৭৫।
CISCE Class 12th Result 2022-এ পশ্চিমবঙ্গের কোন কোন পড়ুয়া আছেন, দেখুন তালিকা -