ISC Result 2023: ISC-তে দেশে প্রথম বাংলার ২ জন, তালিকায় এক বাঙালিও, সবমিলিয়ে পাশের হার ৯৬.৯৩%
1 মিনিটে পড়ুন Updated: 14 May 2023, 03:05 PM IST-
ISC রেজাল্টের আপডেট
১) চলতি বছর ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ISC পরীক্ষ꧂া হয়েছিল।
২) এবার ISC পরীক্ষায় পাশের হার ৯৬.৯৩ শতাংশ।
৩) দশম শ্রেণির মতো দ্বাদশ শ🌜্রেণির পরীক্ষায় ছেলেদের ছাপিয়ে গিয়েছেন মেয়েরা। ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ।
৪) ISC-তে প্রথম হয়েছেন মোট পাঁচজন - রিয়া আগরওয়াল, ইপ্সিতা ভট্টাচার্য 🐎(বাঙালি হলেও মহারাষ্ট্রের থানের সুলোচনাদেবী সিংহানিয়া স্কু🎃লের ছাত্রী), মহম্মদ আরিয়ান তারিক, শুভম কুমার আগরওয়াল (ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের ছেলে) এবং মান্য গুপ্তা (কলকাতার হেরিটেজ স্কুলের মেয়ে)।
আরও পড়ুন: ICSE Result 2023: প্রক💮াশিত হল ICSE-র ফলাফল, কীভাবে রেজাল্ট দেখবেন? দেখে ন༒িন ডিরেক্ট লিঙ্ক
৫🅰) এবার ISC পরীক্ষা দিয়েছেন ৫১,৭৮১ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছিল ৪৬,৭২৪। মোট ৪৯,৬৮৭ জন ছাত্র এবং ৪৫,৭৯৬ জন ছাত্রী পাশ করেছেন।
৬) অঞ্চলভিত্তিক ফলাফল: উত্তর ভারতে পাশেꦉর হার ৯৬.৫১ শতাংশ। পূর্ব ভারতে পাশের হারꦅ ৯৬.৬৩ শতাংশ। পশ্চিম ভারতে পাশের হার ৯৮.৩৪ শতাংশ। দক্ষিণ ভারতে পাশের হার ৯৯.২ শতাংশ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT A🎃pp বাংলায়। HT App🐽 ডাউনলোড করার লিঙ্ক )