আজ প্রকাশিত হতে পারে JEE Main-র ফলাফল। বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে JEE Main-র ‘অ্যানসার কি’ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট মহলে♏র ধারণা, আজই ফলপ্রকাশ করা হতে পারে।
কীভাবে JEE Main 2022 session 1 Result দেখবেন?
১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাই🤡ট jeemain.nta.nic.in-তে যেতে হবে।
২) হো✅মপেজে 'JEE Main 2022 🙈Result' লিঙ্ক ক্লিক করুন।
৩) প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
৪) আপনার স্ক্রিনে জে🌱ইই মেনের প্রথম সেশনের রেজাল্ট দেখাবে।
৫) রেজাল্ট ডাউ🀅নলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দিন।
গত ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত জেইই মেনের পরীক্ষা হয়েছিল। তারপর প্রাথমিকভাবে 'অ্যানসার কি' প্রকাশি🍷ত হয়েছিল। প্রার্থীদের আর্জি বিবেচনার পর বুধবার বিই এবং বিটেকের চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশ করেছে এনটিএ। তারইমধ্যে JEE Main session 2-র রেজিস্ট্রেশন লিঙ্ক আবার চালু করা হয়েছে। আগামী শনিবারের (৯ জুলাই) মধ্যে প্রার্থীরা jeemain.nta.nic.in-তে গিয়ে রেজিস্টার করতে পারবেন। যে পরীক্ষা আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে।