আজই প্রকাশিত হতে পারে JEE Mains 2022-র Session 2-রꦯ ফলাফল। বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে এক এনটিএ আধিকারিককে উদ্ধৃত করে Careers360 জানিয়েছে, আজ সন্ধ্যায় ছ'টার পর ফলাফল প্রকাশিত হবে।
কীভাবে JEE Main result 2022 Session 2-র রেজাল্ট দেখবেন?
১) JEE Main-র অফিসিয়াল ওয়েবসাইট jeemai💦n.nta.nic.in বা National Testing Agency NTA - Exam Result Portal-র ওয়েবসাইট ntaresults.nic.in-তে যান।
২) 'JEE(Main) Session 2-2022' লিঙ্কে ক্লꦯিক করুন।
꧃৩) অ্যাপ্লিকেশ🃏ন নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৪) কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে রেজাল্ট দেখাব🌺ে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
আরও পড়ুন: Viral News: ♋৩৯ বার প্রত্যাখ্যান, অবশেষে স্বপ্নের Google-এ চাকরি পেলেন যুবক, ভাইরাল পোস্ট
চলতি বছꦅর ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত জেইই মেনসের দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়েছিল। দুটি শিফটে পরীক্ষা হয়েছিল - সকাল ন'টা থেকে বেলা ১২ টা এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছ'টা। ৬০ লাখের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছেন। ইতিমধ্যে JEE Main session 2-র ‘Answer Key’ প্রকাশিত হয়েছে।