বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। সম্প্রতি রাজ্য গ্রামোন্নয়ন সংস্থায় ভিলেজ রিসোর্স পদে প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।এই পদে নিয়োগের জন্য আবেদন করতে হলে মেনে চলতে হবে কিছু পদ্ধতি। একঝলকে দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি।শূন্য পদে অনলাইন আবেদনের জন্য ফর্ম ডাউনলোড করার জন্য ক্লিক করতে হবে www.nic.in ওয়েবসাইটে। এ ছাড়া আবেদন করা যাবে অফলাইনেও।এই শূন্যপদে আবেদন করার জন্য কোনও ফি জমা দিতে হবে না বলে মন্ত্রক সূত্রে খবর।জানা গিয়েছে, মোট শূন্য পদ রয়েছে ২০৪টি। আবেদন করতে হবে ৪ মার্চ তারিখের মধ্যে।ভিলেজ রিসোর্স পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং ঊর্ধ্বতম বয়সসীমা রাখা হয়েছে ৪০ বছর। তবে বয়সসীমায় ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনও শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার শংসাপত্র অথবা মার্কশিট।আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হলে এই ঠিকানা ব্যবহার করতে হবে: কালেক্টর বিল্ডিং, সেকশন বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।আবেদনপত্র মনোনীত হলে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের ফলের উপরে নির্ভর করবে শূন্য পদে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত।