ভারতের অন্যতম কঠিন পরীক্ষা হল মেডিকেলের প্রবেশিকা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন লক্ষ লক্ষ পড়ুয়া। কিন্তু সিট সীমিত। ফলে অনেকেরই চিকিত্সক হওয়ার স্বপ্ন অল্পের জন্য হাতছাড়া হয়ে যায়।এমন পরিস্থিতিতে স্বচ্ছল পরিবারের পড়ুয়ারা বিভিন্ন বিদেশি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পড়েন। এই তালিকায় শীর্ষে আছে চিন ও রাশিয়া।কিন্তু এমন ক্ষেত্রে প্রয়োজন সতর্কতা। এ বিষয়ে পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। 'চিন-সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে মেডিকেল কোর্সে ভরতির আগে পর্যালোচনা প্রয়োজন। বিশেষত শুধুমাত্র অননলাইন কোর্সের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলি চলে, সেগুলির কোনও স্বীকৃতি নেই।' অনেকেই যদিও বলছেন এটি বলাই বাহুল্য। আর যাই হোক, চিকিত্সাশাস্ত্র সম্পূর্ণ অনলাইনে শেখা অসম্ভব। NMC শিক্ষার্থীদের বিদেশি প্রতিষ্ঠানে ভরতির আগে 'ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন' (FMGE)-এর নিয়মাবলী মাথায় রাখার পরামর্শ দিয়েছে।মঙ্গলবার এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, চিনের কিছু বিশ্ববিদ্যালয়ে বর্তমান এবং আসন্ন শিক্ষাবর্ষের জন্য এমবিবিএস প্রোগ্রামে ভরতির নোটিশ জারি শুরু হয়েছে।কোভিড পরিস্থিতিতে চিনা সরকারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে সমস্ত ভিসা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই এ বিষয়ে নোটিশ দিয়েছে কমিশন। ন।