এক বড়সড় ঘোষণায় ন্যাশনাল মেডিক্যাল কমিশন বৃহস্পতিবার এক পাবলিক নোট✱িসে জানিয়েছে যে এবার পিছিয়ে দেওয়া হচ্ছে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট পরীক্ষা। ২০১৯ সালের এমবিবিএস ব্যাচের এইটি 'ফাইনাল ইয়ার' এর পরীক্ষা ছিল। তবে অনির্দ্দিষ্ট সময়ের জন্য তা পিছিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে এই পরীক্ষা নিয়ে এসেছিল নানান ধরনের মতামত। বহু🐽 পড়ুয়াই এই পরীক্ষা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। এদিকে, জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ মেনে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পর একটি বিভ্রান্তি থেকে গিয়েছে। প্রশ্ন উঠছে, ২৮ জুলাই যে 'মক নেক্সট' পরীক্ষা হওয়ার কথা ছিল, তা কি সেই দিন হবে? সেবিষয়ে কোনও সম্পূর্ণ তথ্য আসেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ সংশ্লিষ্ট মহলকে জানানো হচ্ছে, ন্যাশনাল এক্সিট টেস্টকে পিছিয়ে দেওয়া হয়েছে মন্ত্রকের পরামর্শে, তারিখ ১১.০৭.২০২৩। পরবর্তী নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে না আসা পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে।’ উল্লেখ্য, নেক্সট পরীক্ষার দায়িত্ব ছিল দিল্লি এইমসের উপর। সদ্য এনএমসি ২০২৩ নেক্সট পরীক্ষার বিধি সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এনেছিলেন। সেখানে বলা হয়েছিল যে, নেক্সট পরীক্ষা দুটি ভাগে ভাগ করে করা হবে। প্রথমে নেক্সট ফেজ ১ ও পরে নেক্সট ফেজ ২ হবে। বিধি অনুযায়ী নেক্সট ওয়ান পরীক্ষা পাশ করলে এক বছরের ইন্টার্নশিপ পাশ করা হবে। আর নেক্সট ২ পাশ করলে লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রাপ্তি হবে। যারফলে একজন এমবিবিএস পড়ুয়া প্র্যাকটিসের জন্য উপযুক্ত হবেন।
উল্লেখ্য, এণবিবিএস পরীক্ষা পাশ করে এই নেক্সট পরীক্ষার মাধ্যমেই ডাক্তারিতে স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে শেষমেশ সেটি পিছিয়ে যাওয়ায় বেশ কিছুটা ভাবনায় পড়ুয়ারা। এর আগে জাননো হয় যে, নিট পিজি সরিয়ে দিয়ে তার জায়গায় আসতে চলেছে নেক্সট। সেই মতো বিধিও ঘোষিত হয়। তবে এই পরীক্ষার ধরন নিয়ে বহু পরীক্ষার্থীর মনেই ছিল বহু প্রশ্ন। সেই জায়গা থেকে এ🦹ই নয়া পদক্ষেপ বেশ প্রাসঙ্গিক।