ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)। আগ্রহী প্রার্থীরা PNB-র অফিশিয়াল ওয়েবসাইট - pnbindia.in.-এর মাধ্যমে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।PNB SO পদের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর। পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৫৩৫টি ম্যানেজারের শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।শূন্যপদের বিবরণ:• ম্যানেজার (রিস্ক) ১৬০• ম্যানেজার (ক্রেডিট) ২০০• ম্যানেজার (ট্রেজারি) ৩০• ম্যানেজার (আইন) ২৫• ম্যানেজার (আর্কিটেক্ট) ২• ম্যানেজার (সিভিল) ৮• ম্যানেজার (ইকোনমিক) ১০• ম্যানেজার (এইচআর) ১০• সিনিয়র ম্যানেজার (রিস্ক) ৪০• সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) ৫০বয়স সীমা:ম্যানেজারসর্বনিম্ন বয়স: ২৫ বছরসর্বাধিক বয়স: ৩৫ বছরসিনিয়র ম্যানেজারসর্বনিম্ন বয়স: ২৫ বছরসর্বাধিক বয়স: ৩৭ বছরনির্বাচন পদ্ধতি:অনলাইন পরীক্ষা এবং / বা সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ হবে।আবেদন ফি:এসসি / এসটি / পিডব্লিউবিডি বিভাগের প্রার্থীদের জন্য ১৭৫ টাকা আবেদন ফি দিতে হবে (কেবলমাত্র ইনটিমেশন চার্জ)। অন্যান্য সমস্ত প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে।