পড়ুয়ারা সাঁওতালি মাধ্যমের, অথচ নিজের ভাষা ও অলচিকি লিপিতে পড়াশোনার সুযোগ পায়নি। মনে আশা ছিল, প্রশ্নপত্র মাতৃভাষায় হবে। কিন্তু আদতে যা হল তাতে ভেস্তে গেল পরীক্ষাটাই। উচ্চমাধ্যমিকে সাদা খাতাই জমা দিতে🌠 হল ১৫জন পরীক্ষার্থীদের। মঙ্গলবার উচ্চমাধ্যমিকের পরিবেশ বিদ্যাসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা ছিল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনী হাইস্কুলের (𝄹সাঁওতালি মাধ্যম) পরীক্ষার্থীরা নিজেদের ভাষায় প্রশ্নপত্র পাবে ভেবেছিল। কিন্তু তেমনটা না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে রীতিমতো সমস্যায় পড়ে। নির্দিষ্ট লিপি জানা ইনভিজিলেটরও সেই দিন ছিলেন না হলে। নেকুড়সেনী হাইস্কুলের এটাই প্রথম উচ্চমাধ্যমিক ব্যাচ। দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যাভবন স্কুলে সিট পড়েছিল তাদের। সংবাদমাধ্যমকে পড়ুয়ারা বলে,এদিনের প্রশ্নপত্র বাংলা, ইংরেজি আর হিন্দিতে এসেছিল। সাঁওতালি ভাষায় ও লিপিতে প্রশ্ন ছিল না। ফলে বোঝা যায়নি। ফাঁকা খাতা জমা দিতে হয়েছে।
আরও পড়ুন: আমের বদলে কখনও আমপাতা খেয়েছেন? কোন কোন রোগ সারায় জানলে রোজ খাবেন এই জিনিস
আরও পড়ুন: বিদেশের অধ্যাপকরা পড়াবেন দেশের এই প্রতিষ্ঠানে, এতে কী কী সুবিধা পাবে পড়ুয়ারা
শুধু নেকুড়সেনী নয়, একই সমস্যায় পড়꧃েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এসসি হাইস্কুলেরꦫ সাঁওতালি মাধ্যমের ২৩জন পরীক্ষার্থী। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা ছিল তাদের। সেখানেও অলচিকি হরফে প্রশ্ন করা হয়নি। সেই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সংবাদমাধ্যমকে বলে,যা পড়েছিলাম, তা থেকেই ভাল ভাবে পরীক্ষা দিতে চেয়েছিলাম। অলচিকিতে প্রশ্ন করা হয়নি বলে কিছুই বোঝা যায়নি। ফাঁকা খাতাই জমা দিয়ে আসতে হয়েছে। সহযোগিতাও মেলেনি।
আরও পড়ুন: গর্ভাবস্থায় হবে টিবি রোগের পরীক্ষা করাতেই হবে, কোন কোন হাসপাতালে সুবিধা পাবেন
আরও পড়ুন: বড় বড় রোগের যম হেঁসেলের এই আনাজ, ৫ গুণই বাড়িয়ে দেয় আয়ু, নাম জানেন