বাংলা নিউজ > কর্মখালি > School Teacher Recruitment: বন্ধ থাকা আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন চালুর ঘোষণা মমতার, চাকরি পাবেন অনেক শিক্ষক
পাহাড় থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ হয়ে যাওয়া আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনকে পুনরায় সচল করার ঘোষণা করলেন মমতা। এই আবহে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিগত দিনে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ, মামলা, বিতর্কের অন্ত নেই। এই আবহে টেট পাশ করে হাজার হাজার শিক্ষক বেকার হয়ে বসে আছেন। আর এরই মাঝে কার্শিয়াঙে সরকারি মঞ্চ থেকে সেই জেলার শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মমতা। মমতা জানান, দার্জিলিং ও কালিম্পঙের জন্য পৃথকভাবে জেলা স্কুল বোর্ড গঠন করা হবে। এর জন্য একটি অ্যাডহক কমিটিও গঠন করা হবে। (আরও পড়ুন: সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে উত্তাল বিধানসꦜভা, ৭ম বেতন কমিশন নিয়ে মুখ খুললেন CM)