SSC CGL 2022: শুরু SSC CGL-র আবেদন, কেন্দ্রীয় সরকারে ২০,০০০ শূন্যপদে হবে নিয়োগ, বেতন চমকপ্রদ
1 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2022, 12:40 PM IST- -তে গিয়ে আবেদন করা যাবে।
শূন্যপদের সংখ্যা
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার (এসএসসি সিজিএল বা SSC CGL 2022) মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/দফতর/সংস্থা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের গ্রুপ 'বি' এবং 'সি' পদে প্রায় ২০,০০০ জনকে নিয়োগ করা হবে। তবে সম্পূর্ণ তা🍒লিকা পরে প্রকাশ করবে কমিশন।
আরও পড়ুন: SBI Clerk Recruitment 2022: ৫,০൲০০-র বেশি শূন্যপদে নিয়োগ SBI-র, কতদিন আবেদন চলবে? তা দেখে নিন
বিভিন্ন বেতনক্রমে নিয়োগ করা হবে। পে লেভেল-৮ (মাসিক ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা), পে লেভেল-৭ (মাসিক ৪৪,৯০০ টাকা ꧂থেকে ১,৪২,৪০০ টাকা), পে লেভেল-৬ (মাসিক ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা), পে লেভেল-৫ (মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা) এবং পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা)-র আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করবে কমিশন।
কীভাবে অনলাইনে আবেদন করতে হবে (How to apply for SSC CGL 2022)?
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়🐈াল ওয়েবসাইট ssc.nic.i🦹n-তে গিয়ে আবেদন করা যাবে। রেজিস্ট্রার করে অনলাইনে করতে হবে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের।
আরও পড়ুন: UG🐓C NET 2022 Admit Card: প্রকাশিত হল অ্যাডমিট কার্ড, কবে ক🥀োন বিষয়ে পরীক্ষা হবে? সূচি দেখে নিন
SSC CGL-র গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর।
২) 🌄অনলাইনে আবেদন শেষের সময়: ৮ অক্টোবর, রাত ১১ টা।
৩) অফলাইন 🐲চালান জেনারেশন সময়সীমা: ৮ অক্টোবর, রাত ১১ টা।
৪) অনলাইন♈ে টাকা জমা দেওয়ার সময়সীমা: আগামী ৯ অক্টোবর, রাত ১১ টা।
৫) চাꦺলানের মাধ্যমে 🍒(অফলাইনে) টাকা জমা দেওয়ার সময়সীমা: আগামী ১০ অক্টোবর (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে)।
৬) অনলাইꦓন পেমেন্ট-সহ অনলাইনে আবেদনপত্র সংশোধনের সময়সীমা: আগামী ১২ অক্ܫটোবর থেকে ১৩ অক্টোবর (রাত ১১ টা)।
৭) প্রথমಞ পর্যায়ের পরীক্ষার (কম্পিউটার বেসড এগজামিনেশন) সম্ভাব্য সময়: আগামী ডিসেম্বর (২০২২ সালের ডিসেম্বর)।