TCS-এর মতো ঐতিহ্যবাহী IT সংস্থা। ভারত তথা বিশ্বের অন্যতম বড় কোম্পানি। আর সেখানেই চাকরির জন্য ঘুষ কেলেঙ্কারি। অস্থায়ী কর্মীদের নিয়োগের জন্য ইতিমধ্যেই নতুন প্রধান নিয়োগ করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) লিমিটেড। প্রায় ১৫ জন নির্বাহীকে বরখাস্ত করেছে সংস্থা। আর সেই সঙ্গে মোট ৮টি কর্মী নিয়োগকারী সংস্থাকে 'ব্ল্যাকলিস্টেড' করা হয়েছে। কেলেঙ্কারির রিপোর্টের কড়া অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। আরও পড়ুন: ২ဣ০ শতাংশ লোক চাকরি ছাড়লেও দুই বছরে দেড় লাখ ফ্রেশার নিয়োগ করে পুষিয়েছে TCS
লাইভ মিন্টের রিপোর্ট অ﷽নুযায়ী, রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ (আরএমজি)-এর নতুন প্রধান হিস💃েবে টিসিএস অভিজ্ঞ কর্পোরেট কর্তা শিবকুমার বিশ্বনাথনকে নিয়োগ করেছে। আরএমজি চুক্তিবদ্ধ কর্মীদের নিয়োগের ব্যবস্থার তত্ত্বাবধান করে।
অনৈতিক নিয়োগের অভিযোগের পরে আরএমজির প্রাক্তন প্রধা♒ন ইএস চক্🌺রবর্তীকে ছুটিতে পাঠানো হয়েছে। আরএমজি-র অনেক সিনিয়র এক্সিকিউটিভই বছরের পর বছর ধরে স্টাফিং ফার্মগুলির কাছ থেকে কমিশন নিচ্ছেন বলে দাবি করা হয়েছে।
ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টিসিএস। তাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের RMG বিভাগ থেকে ১৫ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। স্টাফিং ফার্মগুলি থেওকে কমিশন নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপসকারী ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়ায় উঠে পড়ে লেগেছে টিসিএস।
দেশের বেসর💙কারি খাতের বৃহত্তম নিয়োগকর্তা টিসিএস। আপাতত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের বিষয়ে অডিট শুরু হয়েছে। রিপোর্ট অনুসারে, অস্থায়ী কর্মী নিয়োগের সংস্থাদের প্রত্যেক 'ক্যান্ডিডেট'দের নিয়োগের বিশদ তথ্যাদি শেয়ার করার নির্দেশ দে꧃ওয়া হয়েছে।
দেশ জুড়ে সংস্থাগুলির মাধ্যমে হওয়া নিয়োগ এবং আরএমজি টিমের গত ২-৩ বছরে প্রতিটি হ♕ায়ার-এর রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে। এই বিষয়ে এক ওয়াকিবহাল সূত্র মারফত মিলেছে এই খবর।
গত শুক্রবার, TCS-এর এক্সচেঞ্জে ফাইল করা এক বিবৃতিতে গোটা বিষয়টি স্বীকারও করা হয়েছে। নির্দিষ্ট কিছু কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মী সরবরাহকারী সংস্থা আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে সংস্থা। আরও পড়ুন⛎: IT Sector-এ মন্দা! চলতি বছর শেয়ার আরও ♋কমার আশঙ্কা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড ক💙রার লিঙ্ক ꦐ