Tripura 10th and 12th Results 2023: ত্রিপুরায় উচ্চমাধ্যমিকে পাশের হার কমল ১১%, মাধ্যমিকে বাড়ল সামান্য, কবে মার্কশিট
1 মিনিটে পড়ুন Updated: 05 Jun 2023, 12:13 PM IST- -তে যান।
২) হোমপে🦩জে 'Madhyamik Examination Result 2023' আছে। তার নীচেই আছে 'Madhyamik (10th Standard) Examination Result 2023 (Announced on June 05, 2023, 2023 at 12💎:00Hrs)'। পাশে আছে 'Click Here for Result'।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। 'Roll No' এবং 'Registration No' দিতে হবে। তারপর 'Show Result'-এ ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। স্ক্রিনে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে 🔴꧃দিতে পারে পরীক্ষার্থীরা।
ত্রিপুরার মাধ্যমি🔯ক পরীক্ষার🗹 রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক -
কীভাবে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) tbresults.tripura.gov.in-তে যেতে হবে🐼 পর🌺ীক্ষার্থীদেপর।
২) হোমপেজের উপরেই 'Hig♛her Secondary Examination Result 2023' দেখা যꦆাবে। সেটার ঠিক নীচেই আছে 'Higher Secondary (H.S. +2 Stage) Examination Result 2023 (Announced on June 05, 2023 at 12:00Hrs)'। সেটার ঠিক পাশেই ‘Click Here for Result’ আছে। তাতে ক্লিক করতে হবে।
ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আপডেট
— ত্রিপুরার উচ্চমাধ্যমিকের ফলাফল: জেলাভিত্তিক নিরিখে শীর্ষে আছে সিপাহিไজলা জেলা। সার্বিকভাবে পাশের হার ৮৮.৬ শতাংশ। একেবারে শেষে আছে ধলাই জেলা। পাশের হার ৬৯.৯৬ শতাংশ।
— ত𒈔্রিপুরা⛦র মাধ্যমিকের ফলাফল: জেলাভিত্তিক ফলাফলের নিরিখে সবথেকে খারাপ অবস্থা উত্তর ত্রিপুরা। সেখানে পাশের হার মাত্র ৭৭.৮ শতাংশ।
— মাধ্যমিকের ফলাফল: জেল⛦াভিত্তিক ফলাফলের নির𒊎িখে শীর্ষে আছে গোমতি। সেখানে পাশের হার ৯২.৩ শতাংশ।
— এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০২ শতাংশ। সেখানে উচ্চমাধ্যমিকে পাশে☂র হার ৮৩.২৪ শতাংশে ঠেকেছে। ২০২২ সালে ত্রিপুরার মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬ শতাংশ। উচ্চমাধ্যমিকে ৯৪.৪৬ শতাংশ পড়ুয়া পাশ করেছিল।
)