বৃন্দা তুলসীয়ান
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২১ অগস্ট থেকে ৪ সেপ🐎্টেম্বর পর্যন্ত কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি)-ন্যাশানাল এলিজিবিলিটি টেস্🏅ট (ইউজিসি-নেট) পরিচালনা করবে। গত ১৮ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একদিন পর তা বাতিল করা হয়।
এনটিএ ugcnet.nta.ac.i꧒n. এখানে পরীক্ষাসূচিটা🌌 প্রকাশ করেছে।
পরীক্ষার♐ কেন্দ্র বণ্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার🐽 ১০ দিন আগে এনটিএ ওয়েবসাইটে পোস্ট করা হবে।
প্রসঙ্গত গত ১৮ জুন দুই 💎শিফটে বিভক্ত হয়ে কাগজ ও কলমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্বে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় দফায় এই পরীক্ষা হয়েছিল বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১৯ জুন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানায়, ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্সের তথ্যের ভিত্তিতে ইউজিসি-নেট বাতিল করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্🦹বচ্ছতা ও পবিত্রতা নিশ্চিত করতে... নতুন কর♔ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিষয়টি তদন্তের জন্য সিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে।
গত মাসে সুপ্রিম কোর্ট ইউজিসি-নেট বাতিলের সরক🍨ারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদন গ্রহণ করতে অস্বীকার করে।