ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (এনইইটি-ইউজি) আগামী সপ্তাহে সংশোধিত সিলেবাস প্রকাশ করতে চলেছে। নতুন সিলেবাসটি আর🍸ও সংক্ষিপ্ত আকারে থাকবে এবং পূর্ববর্তীটির আরও ন্যায়সঙ্গত সংস্করণ হবে।
ন্যাশনাল মেডিক্🦩যাল কমিশন (এনএমসি) এবং অন্যান্য বিভিন্ন বোর্ডের ইনপুট এবং পরামর্শের পরে এটি তৈরি করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে সিলেবাস প্রকাশ করবে🍬। স্নাতক কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন জানুয়ারিতে শুরু হবে। পরীক্ষাটি অফলাইন মোডে হবে। এনটিএ আগামী সপ্তাহে এনইইটি-ইউজি সিলেবাস ঘোষণা করবে যাতে এটি শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করে।
আরও পড়ুন: CAT 2023-এর মকটেস্ট দিতে চান? জেনে নিন কোন লিঙ্কে ক্লিক🌺 করতে হবে
এটি 💝একটি সংক্ষিপ্ত সিলেবাস হবে। এনটিএ মহাপরিচালক সুবোধ কুমার সিং টিওআইকে বলেন, "প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনার পরিকল্পনা করার জন্য শিক্ষার্থীরা ছয় মাসেরও বেশি সময় পাবে। এনইইটি-ইউজি এবং জেইই মেইন সিলেবাস এখনও সংশোধন করা হয়নি, যদিও অনেক বোর্ড মহামারী চলাকালীন তাদের সিলেবাসকে আরও যৌক্তিক করে তুলেছে।
আরও পড়ুন: আচমকাই কয়েক হাজার কর্মীকে বদলি TCS-এর, ডেডলাইন শুনে ▨মাথায় ꦬহাত অনেকের
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সহ পুরো মহামারী পরিস্থিতির কারণে তাদের সিলেবাস হ্রাস করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কর্তৃক নীট তেরোটি ভাষায় পরিচালিত হয়। ভারতের ৬৪৫টি মেডিকেল, ৩১৮টি ডেন্টাল, ৯১৪টি আ🌜য়ুশ, ৪৭টি বিভিএসসি এবং এএইচ কলেজে ভর্তির পূর্বশর্ত হল এনইইটি ইউজি। এটি প্রতি বছর পরিচালিত হয়।