UPSC Civil Service 2020: শুরু আবেদন প্রক্রিয়া, ডিরেক্ট লিঙ্ক দেখে নিন
1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2020, 02:10 PM IST- গিয়ে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : Railway Job Openings: রেলে নিয়োগ, জেনে নিন বয়স, শিক্ষা🃏গত যোগ্যতা, তারিখ
বুধবার ইউপিএসসিয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, আগামী ৩ মার্চ সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আগামী ৩১ মে প্রিলিমিনারি পর🌱ীক্ষা হবে।
বয়স : আবেদনের জন্য কোনও প্রার্থীর বয়স ন্যূনতম ২১ হতে হবে। অন্যদিকে আগামী ১ অগস্ট অনুযায়ী কোনও প্রার্থীর বয়স যেন ৩২ বছর না হয়। অর্থাৎ আবেদনের জন্য প্রার্থীদের জন্মের তারিখ ১৯৮৮ সালের ২ অগস্টের আগে হবে না ও ১৯৯৯ সালে ১ অগস্টের পরে হবে 🦄না।
আরও পড়ুন : Railways Job Offer: ৫৭০টি শিক্ষানবীশ পদের জন🧜্য অনলাইন আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি
তবে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর ছাড় দেওয়া হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে শারীরিক সক্ষম প্রার্থীরা বয়সের সর্𓆏বোচ্চ সীমায় ১০ বছর ছাড় পাবেন। পাশাপাশি, প্রাক্তন সেনাকর্মী ও ডিফেন্স সার্ভিস অফিসাররাও বিভিন্ন ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।