UPSC CMS পরীক্ষা ২০২০-র বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিটি upsc.gov.in- এ UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। যে সব প্রার্থী কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা ২০২০ এর জন্য আবেদন করতে আগ্রহী, তাঁরা upsconline.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন।পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ১৮ অগস্ট ২০২০। চলতি বছরে মোট ৫৫৯ টি পদ এই পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে।গুরুত্বপূর্ণ তারিখ:আবেদন জানানোর শুরু: ২৯ জুলাই, ২০২০।আবেদনের শেষ তারিখ: ১৮ অগস্ট , ২০২০।অনলাইন আবেদন প্রত্যাহার: ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট, ২০২০।শূন্যপদের বিবরণ :বিভাগ ১কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবায় জুনিয়র স্কেল: ১৮২ বিভাগ ২রেলে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার: ৩০০ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরির স্বাস্থ্য পরিষেবায় অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার: ৬৬ নয়াদিল্লি পৌরসভা কাউন্সিলের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: ৪পূর্ব দিল্লি পৌর নিগম জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার গ্রেড ২, উত্তর দিল্লি পৌর নিগম এবং দক্ষিণ দিল্লি পৌর নিগম: মোট ৭টি শূন্যপদপরীক্ষার বিবরণ:কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসের লিখিত পরীক্ষার জন্য ২টি অবজেক্টিভ প্রশ্নপত্র থাকবে। পরীক্ষা কম্পিউটার ভিত্তিক মোডে নেওয়া হবে। এই পরীক্ষার কম্পিউটার ভিত্তিক মোডের জন্য একটি ডেমো মডিউল ই-অ্যাডমিট কার্ড প্রকাশের সময় UPSC ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদন ফি:যে সব প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে চান, তাঁদের আবেদন ফি হিসাবে ২০০ টাকা দিতে হবে। আবেদন ফি SBI এর যে কোনও শাখায় নগদ অর্থের মাধ্যমে জমা দিতে হবে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিং সুবিধা বা ভিসা / মাস্টার / আরইউপে ক্রেডিট / ডেবিট কার্ড ব্যবহার করে বা SBI এর ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে জমা করতে পারবেন। মহিলা প্রার্থী, এসসি, এসটি এবং পিডব্লিউডির প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে, প্রার্থীরা UPSCর অফিসিয়াল সাইটটি দেখতে পারেন।