পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলে পদে নিয়োগের পরবর্তী ধাপের পরীক্ষা হবে? তা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর থেকে তিনটি রেঞ্জের প্রার্থীদের 'Physical Measurement Test' (PMT) বা 'Physical Efficiency Test' (PET) পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি ক্ষেত্রেই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। আর সেই পরীক্ষার জন্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। আগামী সোমবার (১১ ডিসেম্বর) থেকে প্রার্থীরা অ্যাডমিট কার🌠্ড ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশ (www.wbpolice.gov.in) এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের (//prb.wb.gov.in) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।
কবে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলে নিয়োগের PET ও PMT হবে?
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 🎀গত ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলে পদে নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যা পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং নিজের স্থায়ী জেলা দিয়ে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আর এবার তিনটি রেঞ্জের 'Physical Measurement Test' (PMT) বওা 'Physical Efficiency Test' (PET) পরীক্ষার সূচি ঘোষণা করা হচ্ছে।
পরীক্ষার সূচি
১) মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই রেঞ্জের আওতায় আছেন কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের প্রার🐲্থীরা। বহরমপুর স্টেডিয়ামে (Berhampore Stadium, Gora Bazar, Berhampore, Murshidabad, Pin- 742101) হবে সেই পরীꦇক্ষা। ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
২) প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, নদিয়া এবং অন্যান্য রাজ্যের প♓্রার্থীরা সেই বোর্ডের আওতায় আসবেন। ব্যারাকপুরে (SSF Bn Parade Ground, Mangal Pandey Uddyan, PO - Barrackpore, Dist- North 24 Pgs. Pin- 700120) হবে পরীক্ষা। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরী♔ক্ষা চলবে।
৩) মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই রেঞ্জের আওতায় আছ🌳েন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমের প্রার্থীরা। সেখানেও ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা হবে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের ☂প্যারেড গ্রাউন্ডে (Parade Ground of Paschim Medinipur Police Line, PO - Medinipur, PS - Kowtali, Dist. - Paschim Medinipur, Pin - 721101)।